Hanuman Chalisa in Bengali PDF

হনুমান চালিসা হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ ভক্তি গান যা হনুমান জি কোরবান্ধব। এই 40 ছন্দ শ্লোক যা অবধি ভাষায় লিখে গেছেন এবং এর ক্রমোন भक्तों द्वारा Japa যায় এবং পাঠ করা হয়। ডাউনলোড লিঙ্ক নিচে উপস্থিত আছে। ক্লিক করে আপনি আপনার হনুমান চালিসা পিডিএফ ডাউনলোড করতে পারেন।

Hanuman Chalisa Lyrics In Bengali

হনুমান্ চালীসা

দোহা
শ্রী গুরু চরণ সরোজ রজ নিজমন মুকুর সুধারি ।
বরণৌ রঘুবর বিমলযশ জো দাযক ফলচারি ॥
বুদ্ধিহীন তনুজানিকৈ সুমিরৌ পবন কুমার ।
বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার ॥

চৌপাঈ
জয হনুমান জ্ঞান গুণ সাগর ।
জয কপীশ তিহু লোক উজাগর ॥ 1 ॥

রামদূত অতুলিত বলধামা ।
অংজনি পুত্র পবনসুত নামা ॥ 2 ॥

মহাবীর বিক্রম বজরংগী ।
কুমতি নিবার সুমতি কে সংগী ॥3 ॥

কংচন বরণ বিরাজ সুবেশা ।
কানন কুংডল কুংচিত কেশা ॥ 4 ॥

হাথবজ্র ঔ ধ্বজা বিরাজৈ ।
কাংথে মূংজ জনেবূ সাজৈ ॥ 5॥

শংকর সুবন কেসরী নংদন ।
তেজ প্রতাপ মহাজগ বংদন ॥ 6 ॥

বিদ্যাবান গুণী অতি চাতুর ।
রাম কাজ করিবে কো আতুর ॥ 7 ॥

প্রভু চরিত্র সুনিবে কো রসিযা ।
রামলখন সীতা মন বসিযা ॥ 8॥

সূক্ষ্ম রূপধরি সিযহি দিখাবা ।
বিকট রূপধরি লংক জলাবা ॥ 9 ॥

ভীম রূপধরি অসুর সংহারে ।
রামচংদ্র কে কাজ সংবারে ॥ 10 ॥

লায সংজীবন লখন জিযাযে ।
শ্রী রঘুবীর হরষি উরলাযে ॥ 11 ॥

রঘুপতি কীন্হী বহুত বডাযী ।
তুম মম প্রিয ভরত সম ভাযী ॥ 12 ॥

সহস্র বদন তুম্হরো যশগাবৈ ।
অস কহি শ্রীপতি কংঠ লগাবৈ ॥ 13 ॥

সনকাদিক ব্রহ্মাদি মুনীশা ।
নারদ শারদ সহিত অহীশা ॥ 14 ॥

যম কুবের দিগপাল জহাং তে ।
কবি কোবিদ কহি সকে কহাং তে ॥ 15 ॥

তুম উপকার সুগ্রীবহি কীন্হা ।
রাম মিলায রাজপদ দীন্হা ॥ 16 ॥

তুম্হরো মংত্র বিভীষণ মানা ।
লংকেশ্বর ভযে সব জগ জানা ॥ 17 ॥

যুগ সহস্র যোজন পর ভানূ ।
লীল্যো তাহি মধুর ফল জানূ ॥ 18 ॥

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী ।
জলধি লাংঘি গযে অচরজ নাহী ॥ 19 ॥

দুর্গম কাজ জগত কে জেতে ।
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে ॥ 20 ॥

রাম দুআরে তুম রখবারে ।
হোত ন আজ্ঞা বিনু পৈসারে ॥ 21 ॥

সব সুখ লহৈ তুম্হারী শরণা ।
তুম রক্ষক কাহূ কো ডর না ॥ 22 ॥

আপন তেজ সম্হারো আপৈ ।
তীনোং লোক হাংক তে কাংপৈ ॥ 23 ॥

ভূত পিশাচ নিকট নহি আবৈ ।
মহবীর জব নাম সুনাবৈ ॥ 24 ॥

নাসৈ রোগ হরৈ সব পীরা ।
জপত নিরংতর হনুমত বীরা ॥ 25 ॥

সংকট সে হনুমান ছুডাবৈ ।
মন ক্রম বচন ধ্যান জো লাবৈ ॥ 26 ॥

সব পর রাম তপস্বী রাজা ।
তিনকে কাজ সকল তুম সাজা ॥ 27 ॥

ঔর মনোরধ জো কোযি লাবৈ ।
তাসু অমিত জীবন ফল পাবৈ ॥ 28 ॥

চারো যুগ প্রতাপ তুম্হারা ।
হৈ প্রসিদ্ধ জগত উজিযারা ॥ 29 ॥

সাধু সংত কে তুম রখবারে ।
অসুর নিকংদন রাম দুলারে ॥ 30 ॥

অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা ।
অস বর দীন্হ জানকী মাতা ॥ 31 ॥

রাম রসাযন তুম্হারে পাসা ।
সদা রহো রঘুপতি কে দাসা ॥ 32 ॥

তুম্হরে ভজন রামকো পাবৈ ।
জন্ম জন্ম কে দুখ বিসরাবৈ ॥ 33 ॥

অংত কাল রঘুপতি পুরজাযী ।
জহাং জন্ম হরিভক্ত কহাযী ॥ 34 ॥

ঔর দেবতা চিত্ত ন ধরযী ।
হনুমত সেযি সর্ব সুখ করযী ॥ 35 ॥

সংকট ক(হ)টৈ মিটৈ সব পীরা ।
জো সুমিরৈ হনুমত বল বীরা ॥ 36 ॥

জৈ জৈ জৈ হনুমান গোসাযী ।
কৃপা করহু গুরুদেব কী নাযী ॥ 37 ॥

জো শত বার পাঠ কর কোযী ।
ছূটহি বংদি মহা সুখ হোযী ॥ 38 ॥

জো যহ পডৈ হনুমান চালীসা ।
হোয সিদ্ধি সাখী গৌরীশা ॥ 39 ॥

তুলসীদাস সদা হরি চেরা ।
কীজৈ নাথ হৃদয মহ ডেরা ॥ 40 ॥

দোহা
পবন তনয সংকট হরণ – মংগল মূরতি রূপ্ ।
রাম লখন সীতা সহিত – হৃদয বসহু সুরভূপ্ ॥
সিযাবর রামচংদ্রকী জয । পবনসুত হনুমানকী জয
। বোলো ভাযী সব সংতনকী জয ।

Hanuman Chalisa Bengali MP3

SONG: Shree Hanuman Chalisa Bengali Lyrics
ARTIST: Tarun Sarkar
ALBUM: Shree Hanuman Chalisa Bengali
CREDIT: Believe Music (on behalf of Lohori Audio); Muserk Rights Management, BMI – Broadcast Music Inc., and 4 Music Rights Societies
ADDED ON: 20-04-2023
FILE SIZE: 8.84 MB (92,77,440 bytes)

Hanuman Chalisa PDF in Bengali

পিডিএফ-এ, 40টি শ্লোক (চালিসা/শ্লোক) সমন্বিত বাংলায় হনুমান চালিসা লিরিক্স রয়েছে। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ হিন্দু হনুমান চালিসা উচ্চারণ করেন। দিনে 7 বার জপ আপনাকে শক্তি, আশীর্বাদ, জীবনের বাধা এবং অসুবিধাগুলি পরিচালনা করার সুরক্ষা দেবে। ভগবান হনুমান তোমার মঙ্গল করুক। জয় হনুমান। Hanuman Chalisa Lyrics in Bengali consisting of 40 Sloke. Click the button below to get Hanuman Chalisa in Bengali PDF

1 thought on “Hanuman Chalisa in Bengali”

  1. Hanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengaliHanuman chalisa in bengali

    Reply

Leave a Comment